মওলানা ভাসানী বিভিন্ন সম্মেলনে যেসব লিখিত অভিভাষণ দিয়েছেন, তাতে তাঁর রাজনৈতিক দর্শন ও আর্থসামাজিক চিন্তাধারার প্রকাশ ঘটেছে। এ অভিভাষণগুলো বাংলাদেশের ইতিহাসের এক মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হবে। ১৯৫০ ও ১৯৬০ এর দশকে বিভিন্ন সম্মেলনে তিন যেসব লিখিত অভিভাষণ দিয়েছেন, তাতে তাঁর রাজনৈতিক দর্শন ও চিন্তাধারার প্রকাশ ঘটেছে।