“বাংলা সংগীতে কৃষ্ণনগরের রায় পরিবারের ভূমিকা সর্বজনবিদিত। হিন্দুস্থানী মার্গ সংগীতের একাধিপত্যের অবসানে বাংলা মার্গ সংগীতের নিজ রূপ গঠনের ক্ষেত্রে স্মরণযোগ্য ভূমিকা কৃষ্ণনগরের রায় পরিবারের। এর প্রকৃত সূচনা হয়েছিল কার্ত্তিকেয়চন্দ্র রায়ের হাত ধরে, যে উত্তরাধিকার পেয়েছিলেন দ্বিজেন্দ্রলাল রায় ও তারপরে দিলীপকুমার রায়। কার্ত্তিকেয়চন্দ্রের লেখা ‘গীতমঞ্জরী’ বাংলা গানের নিজ রূপ গঠনের ইতিহাসে উল্লেখযোগ্য উপাদান ও নিদর্শন।”