মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল ছিলেন। উম্মতের কাণ্ডারি হিসেবে তাঁর মহান জীবনচরিত আমাদের চলার পথের পাথেয়। রাসুলুল্লাহ (সা.) সমগ্র সৃষ্টজগতের জন্য ‘রাহমাতুললিল আলামীন’ । উম্মতের কান্ডারি : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনচরিত গ্রন্থটিতে লেখক রাসুলুল্লাহ (সা.)-এর মহামূল্যবান জীবনের নানাদিক বিশদভাবে সহজ সরল প্রাঞ্জল ভাষায় আলোকপাত করেছেন । মহানবী (সা.)-এর সম্পূর্ণ জীবনাদর্শ এই গ্রন্থটিতে অনবদ্যভাবে তুলে ধরা হয়েছে অত্যন্ত সাবলীলতার মাধ্যমে। গ্রন্থটির আলোচ্য বিষয়, উপস্থাপনার ভঙ্গিমা, ঐতিহাসিক তথ্য, ঘটনার ও সময়ের ধারাবাহিকতার সমন্বয়, বিচার-বিশ্লেষণ এ-সব দিক থেকে লেখক শেখ মুহম্মদ ইব্রাহীম অত্যন্ত নিষ্ঠা ও বিজ্ঞতার পরিচয় দিয়েছেন। গ্রন্থটির ব্যতিক্রমধর্মী ব্যাপার হলো এতে নবীকরীম (সা.) স্মৃতিবিজড়িত বেশকিছু স্থাপনা, নিদর্শন, ধর্মীয় ঐতিহাসিক স্থানসমূহের বিভিন্ন ছবি সংযোজনের মাধ্যমে গ্রন্থটিকে সুশোভিত করা হয়েছে।