আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলা রাব্বিল আলামীন। আল্লাহপাকের শোকর। দীর্ঘদিন পরে হলেও আমার লিখিত ‘ইজহারে হক’ গ্রন্থটি প্রকাশ লাভ করেছে। ইহা সৈয়দ আহমদ বেরলভী ও মৌলভী ইসমাইল দেহলভীর মতবাদের উপর একটি সমালোচনামূলক পুস্তক ।
প্রিয় পাঠক! মানব সৃষ্টির ঊষা লগ্ন থেকেই হক বাতিলের পরিচয় চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত তা চলবেই। বাতিলেরা যখন তাদের বাতিল মতবাদ প্রচারে তৎপর হয়ে উঠে তখন হকপন্থীদের উপর হক জাহির করা ওয়াজিব হয়ে যায়। জানা আবশ্যক বালাকোট আন্দোলনের মূল নায়ক ছিলেন মৌলভী ইসমাইল দেহলভী ও তার পীর সৈয়দ আহমদ বেরলভী। তাদের চিন্তা-চেতনা ও মতবাদ ছিল বিভ্রান্তিকর ওহাবী মতবাদ। মূলত তারা উভয়ের নিরলস প্রচেষ্টা ও আন্দোলনের মাধ্যমেই এই ভারতবর্ষে ওহাবী মতবাদের প্রচার ও প্রসার ঘটে। এই আন্দোলনের নাম কখনো ওহাবী আন্দোলন, আবার কখনো তরীকায়ে মোহাম্মদীয়া আন্দোলন নামে অভিহিত হয়। তাদের এই আন্দোলনকে জোরদার করার জন্য তারা ইংরেজদের পক্ষ অবলম্বন করেছিলেন। পরিশেষে ১৮৩১ খ্রিস্টাব্দে তথাকথিত বালাকোট আন্দোলনে তারা উভয়ই নিহত হন এবং এর পরিসমাপ্তি ঘটে। কিন্তু বর্তমানে তাদের অন্ধ অনুসারিরা সৈয়দ আহমদ বেরলভী ও ইসমাইল দেহলভীকে সুন্নি জামায়াতের একনিষ্ট খাদিম ও ইংরেজবিরোধী আন্দোলনের নেতা বলে অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি ‘বালাকোট চেতনায় উজ্জীবন পরিষদ’ ফুলতলী ভবন ১৯/এ নয়াপল্টন ঢাকা’ এর প্রকাশনায় চেতনায় বালাকোট সম্মেলন স্মারক ২০১০ বাজারে বের হয়েছে।