কাতিবে ওহি জলিল কদর সাহাবি হযরত আমিরে মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। যিনি ছিলেন খোলাফায়ে রাশেদীনের পর ইসলামী সাম্রাজ্যের নব রূপকার। যার প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সন্ধির মাধ্যমে খেলাফতের মসনদ ত্যাগ করেছিলেন। আল্লাহর কুদরত হেকমত বুঝা বড় দায়। সেই জান্নাতি বুযুর্গ আকাবির সাহাবি হযরত আমিরে মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর ঔরসেই জন্ম নিল এক নরাধম পাপিষ্ট ইয়াযিদ।
বিশ্ব বরেণ্য উলামায়ে কেরাম তাদের স্বরচিত কিতাবসমূহে ইয়াযিদের হাকিকত বা আসল পরিচয় তুলে ধরেছেন এভাবে যে, ইয়াযিদ ছিল একজন মুসলিম নামধারী ফাসিক, ফাজির, দুষ্ট, লম্পট, চরিত্রহীন, নির্দয় ও পাষাণ প্রকৃতির লোক। সে ছিল একজন স্বৈরশাসক, নবীবংশের পরম শত্রু । কারবালার হৃদয়বিদারক ঘটনার মূল নায়ক। কোন কোন উলামায়ে কেরাম তাকে কাফের ও মুনাফিক বলেও উল্লেখ করেছেন।