আঞ্চলিক প্রবাদ প্রবচন লোকসাহিত্যের এক বিশাল ভান্ডার। শিল্প সাহিত্য সংস্কৃতি সকল ক্ষেত্রে প্রবাদ প্রবচন গুলো শিক্ষার উপমা হিসেবে ব্যবহার করা হয় ।
মজার বিষয় হলো আঞ্চলিক প্রবাদ প্রবচনের মাধ্যমে যা বলা হয় যা শেখানো হয় তা তুলনামূলকভাবে মানুষের মনে খুব সহজেই গেঁথে যায় । মূলত প্রবাদ প্রবচনের প্রচলন অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা হলেও অনেকটা সাদৃশ্য রয়েছে এক এলাকার সঙ্গে আরেক এলাকার ।
অঞ্চল ভিত্তিক প্রবাদ প্রবচনের বিশাল ভান্ডার থেকে একসঙ্গে মানুষের কাছে নতুন করে পৌঁছে দেয়ার প্রয়াসে বইটির প্রকাশ ।