মনস্বী সমাজবিজ্ঞানী মোহাম্মদ হাবিবুর রহমান অধ্যাপনা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাটিয়েছেন তাঁর কর্মকাল। শিক্ষকতার সঙ্গে তিনি গবেষণায়ও ছিলেন আত্মমগ্ন। তাঁর হাতে রচিত হয়েছে সমাজবিজ্ঞান বিষয়ক অসাধারণ কয়েকটি গ্রন্থ। এর বাইরেও অন্তহীন ব্যস্ত ছিল তাঁর কলম। সমকালের বহুবর্ণিল ছবি এঁকেছেন মেধাবী এই সমাজবিজ্ঞানী তাঁর বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধে। সেই লেখাগুলো সংকলিত হয়েছে এই গ্রন্থে।