দাদুর মৃত্যুতে ছেলেটির মনে অনেক প্রশ্ন। জীবনের মাকসাদ তালাশে ছেলেটির ইসলামি বিশ্বাসে চিড় ধরেছে। মুসলিম পরিবারে জন্মেও ইমানের হাল বেহাল। দমকা হাওয়ায় যেন পুরো নিভে না যায়, চারিদিকে সেজন্য একটা বলয় জরুরি। কিন্তু প্রচলিত সমাজব্যবস্থার নিগড় ভেঙে সেটা কীভাবে হবে?