গল্প শুধুই তো গল্প নয়- জীবন কথা। জীবন কথা বা জীবন কাহিনীই গল্প নয়। আমাদের চোখের সামনে অহরহ যা ঘটছে তা বাস্তব জগত। এ বাস্তব ঘটনা চমকপ্রদ বটে, গল্প নয়- কাহিনী নয়, নিরেট প্রতিবেদন। গল্প হবার উপকরণ বটে কিন্তু গল্প নয়। গল্প নির্মান করেন শিল্পী, কথাশিল্পী। কি দিয়ে নির্মান করেন, মাুনষের জীবন নিয়ে।মানুষের জীবন নিয়েই গল্প ‘শোপিস’।