সৃজনশীলতা মানুষের বড় শক্তি। যার ভেতরে এই শক্তি থাকে তিনি গড়ে তুলতে পারেন শান্তিময় আপন ভুবন; সেই ভুবনে আকৃষ্ট হয় সৃষ্টিশীল মানুষেরা। ত. মো. হারুনুর রশীদ তেমনই একজন মানুষ যিনি শিক্ষকতার শিখরস্পর্শী সাফল্য অর্জন করেছেন তাঁর সৃজনশীল চিন্তাশক্তির কারণে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হয়ে উঠেছেন জ্ঞানের বাতিঘর। তাঁর রচিত ‘কিশোর-বিলাস’ গ্রন্থের গল্পগুলোতে কিশোর-কিশোরীরা যেমন নিজেদের জীবন খুঁজে পাবে তেমনি জীবন নিয়ে নতুন করে ভাবনার খোরাকও পেয়ে যাবে নিজের অজান্তে। এই গ্রন্থের গল্পগুলোর মাধ্যমে তিনি বিশেষভাবে তরুণ-তরুণীদের মনের অবচেতনে অবগাহন করেছেন। তাঁর ইতিবাচক বোধের পাঁপড়িগুলো এক আশ্রয়ের কুঞ্জে পুষ্পিত হয় এটাই গ্রন্থের উজ্জ্বল দিক ।