পরিত্যক্ত কটেজে পাওয়া গেল তরুণীর নগ্ন লাশ। ঘাড়ের পিছনে বিচিত্র ক্রুশচিহ্ন খোদাই করা। খুনের ধরন আর রহস্যময় ফোনকল নির্দেশ করছে কুখ্যাত এক সাইকোপ্যাথকে। কিন্তু তা কী করে সম্ভব? বছর কয়েক আগেই তো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে খুনিটার! জ্যান্ত হয়ে উঠেছে পুরানো কেস… শুরু হলো হমিসাইড ইনভেস্টিগেটর রবার্ট হান্টার ও কার্লোস গার্সিয়ার দুঃস্বপ্নের রাত।