পাকিস্তানের অন্যতম আলেমে দ্বীন, আলেম কুল শিরোমনি, প্রখ্যাত দ্বায়ী মাওলানা তারিক জামিন সাহেবের বিভিন্ন লেখা ও বক্তব্যের সমন্বয়ে এই বইটি। আল্লাহ আমাদের মানুষ ও জীন জাতীকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য। যারা আল্লাহ তায়ালার হুকুম আহকাম পালন করে কবরে গিয়েছেন তারাই সুখে শান্তিতে কবরে আছেন আর যারা মহান আল্লাহ তায়ালার আদেশ নিষেধ ও হুকুম আহকাম পালন না করে কবরে গেছে তারা সীমাহীন আযাব ভোগ করছে। আলোচ্য বিষয়ের বিশদ বিবরণ কুরআন ও হাদীস এর আলোকে বর্ণিত হয়েছে।