হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বেই বাঙালির শ্রেষ্ঠতম অর্জন স্বাধীনতা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রূপায়িত হয়েছে স্বাধীন বাংলাদেশ। আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বাস্তবতা আজও জীবন্ত হয়ে ফুটে উঠছে সাহিত্যে।
বাংলাদেশের কথাসাহিত্যিকদের নিরলস প্রয়াসে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধকালীন মানুষের সংগ্রাম ও আনন্দ-বেদনা মূর্ত রূপ পেয়ে চলেছে আমাদের সাহিত্যে। কথাশিল্পী মোহিত কামাল মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লিখে চলেছেন ছোটগল্প, বড় কিংবা কিশোর সকলের জন্য। তাঁর চিরায়ত বয়ানে মুক্তিযুদ্ধ বাঙ্ময় হয়ে উঠেছে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও কিশোরগল্পের এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে ১২ টি গল্প । এ গল্পগ্রন্থ মুক্তিযুদ্ধের সাহিত্যের ভাণ্ডারে এক উজ্জ্বল সংযোজন ।
মুক্তিযুদ্ধের জীবন্তচলিষ্ণু রূপ এ গ্রন্থ অবশ্য-পাঠের বিষয় ।