মৃত্যুর পরে কী ঘটে সে সম্পর্কে প্রশ্ন অনেক। বিশেষত, পশ্চিমা সমাজগুলিতে এই বিষয়গুলি নিয়ে প্রচুর জল্পনা চলছে। মুসলমানদের কাছে এই প্রশ্নগুলির উত্তর রয়েছে। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমরা কীসের আশা করতে পারি (জান্নাত নাকি জাহান্নাম); তা ইসলাম আমাদের জানায়। কীভাবে আমরা নিজেকে সর্বোত্তমভাবে প্রস্তুত করতে পারব এবং পরকালে পুরষ্কারস্বরূপ জান্নাত অর্জন করতে পারব সে সম্পর্কেও আমাদের যথেষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই বইতে হুসাইন আল আওয়াইশাহ মৃত্যু ও কবরের বিষয়ে ইসলামিক শিক্ষার রূপরেখা তুলে ধরেছেন। ইসলামের বিশুদ্ধ দলিল দ্বারা এই বিষয় সম্পর্কে আরও জানতে চান এমন কোনও মুসলমানের জন্য এটি একটি আবশ্যক পাঠ।