বিল কিনকেড, ভাড়াটে বন্দুকবাজ কিন্তু যার-তার হয়ে কাজ করে না ও। তাই যখন চার্লি মেইজ আর পিট লারকিন ওকে ভাড়া করতে ব্যাকুল হয়ে উঠল, সন্দেহ জাগল মনে।কারণ এ দুই র্যাঞ্চারের রেঞ্জের মাঝখানে পরেছে ওয়ার্ড স্যান্ডার্সের রেঞ্জ- যার ডাকে সীমান্ত শহর অ্যাপাচীতে আসা ওর। স্যান্ডার্সকে কখনও দেখেনি কিনকেড। ওরা ওকে জানাল জেল-খাটা দাগী আসামী স্যান্ডার্স আসলে একজন রাসলার। হুমকি দেয়া হল কিনকেডকে, এখানে আর কারও কাজ করা চলবে না! কিন্তু কিনকেড ভিন্ন ধাতুতে গড়া, হুমকি গায়ে মাখল না। এএগিয়ে গেল বিপদের মুখে! সীমান্তভূমিতে বেজে উঠল রণ দামামা!