লোক সংস্কৃতির বস্তুজাত ও বাকজাত দিক যথাক্রমে লোক কারুশিল্প ও লোক সংগীতের উৎকর্ষ, ব্যাপকতা, বিস্তৃতি লাভের ক্ষেত্র লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। লোক ও কারুশিল্পের ঐতিহ্যের সংগ্রহ, সংরক্ষণ, পুনরুজ্জীবনে নিয়োজিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ১৫০ বিঘা আয়তনের কমপ্লেক্সে বাংলার শাশ্বত লোকজ পরিবেশে গত ১৯৯২ সাল থেকে সুন্দরভাবে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করছে। উৎসব ও মেলা যেমন ধর্মীয় লোকজ আচার উৎসবকে কেন্দ্র করে, লক্ষ্য করে প্রতিষ্ঠা লাভ করে, তেমনি জাতীয় উদ্দীপনা উজ্জীবনে, মর্যাদার জন্যও যেমন স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারী, বিজয় দিবস উপলক্ষে মেলার আয়োজন আমাদের সাংস্কৃতিক ইতিহাসে, সাংস্কৃতিক জীবনে নতুন সংযোজন। এধরণের মেলা ও উৎসব এদেশের লোকজ মেলার ঐতিহ্যের উপাদানগুলোকে ধারণ করে সমৃদ্ধ হচ্ছে মেলার এতিহোর নতুন মাত্রা যোগ করছে। ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। প্রাথমিক পর্যায়ে ফাউন্ডেশন একদিনের পরে দুই অথবা তিন দিনের মেলা ও লোকজ উৎসব এর আয়োজন করা হয়। এবং এই পর্যায় ১৯৯১ সাল পর্যন্ত চলে। ১৯৯২ সালে এই মেলা ও লোকজ উৎসব সাতদিনের মেলায় পরিণত হয়। ১৯৯৩ ও ৯৪ সাল পর্যন্ত ৭ দিনের লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব এর আয়োজন হয়। পরবর্তীতে ১৯৯৫ সাল থেকে একটানা এক মাস ব্যাপী লোক কারুশিল্পমেলা ও লোকজ উৎসব শুরু হয়। ইতিমধ্যে ফাউনেন্ডশনের আয়োজিত এই লোক কারুশিল্পমেলা ও লোকজ উৎসব দেশে একটি প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের মেলায় পরিণত হয়েছে।
ফাউন্ডেশন আয়োজিত বার্ষিক লোক কারুশিল্পমেলা ও লোকজ উৎসব একটি প্রতিষ্ঠিত মেলায় পরিণত হওয়ার প্রেক্ষিতে এই লোকজ মেলাকে এদেশের লোেক কারুশিল্প ও লোক সংগীতের সংগ্রহ, সংরক্ষণ, পুনরুজ্জীবন, রুপান্তরের একটি আদর্শ ক্ষেত্র হিসেবে পরিণত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য প্রতি বছরের মত ফাউন্ডেশন এবারও জাতীয় পর্যায়ে দীর্ঘতম একটানা একমাসের লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব’৯৯ এর আয়োজন করে। হাজার বছরের ঐতিহ্যের মেলা ও উৎসবে অসংখ্য বৈশিষ্ট্যকে সচেতন বলিষ্ঠভাবে দেশের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যেই নীতিমালা অনুযায়ী এবারই সর্বপ্রথম গবেষণামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে। এ সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করে দেশের প্রখ্যাত ..লোক ও কারুশিল্পে বিশেষভাবে পন্ডিত ও গবেষকগণ। লোক কারুশিল্পের সাথে সম্পৃক্ত ৮টি বিষয়ের উপর সেমিনার প্রবন্ধ পঠিত হয়। উক্ত সেমিনার সমূহে পঠিত প্রবন্ধগুলো এবারই প্রথম গ্রন্থ আকারে ফাউণ্ডেশন থেকে প্রকাশের ব্যবস্থা নেয়া হলো। গবেষক ও পাঠক মহলে প্রকাশিত সেমিনার প্রবন্ধ সংকলনটি সহায়িক ভুমিকা পালন করলেই আমাদের এই প্রয়াশ স্বার্থক বলে গণ্য হবে।
সৈয়দ মাহবুব আলম
পরিচালক
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।