সংকলনের শুরুতেই আলোচিত হয়েছে লোকশিল্পের প্রকৃত সংজ্ঞা ও পরিধি। লোক-শিল্পানুরাগী জনাব তোফায়েল আহমদ, হস্তশিল্প, কারুশিল্প ও উপজাতীয় শিল্পের মধ্যে তুলনামূলক আলোচনা করে লোকশিল্পের আদিরসের সন্ধানের চেষ্টা করেন। তাঁর আশংকা যে, ‘আধুনিক শিল্প সৌকর্য এমনিতে সরল লোকশিল্পের আত্ম প্রত্যয়ের ভিত নেড়ে দিয়েছে। তাই তিনি জের টেনে বলেছেন, “যে মায়ের দুধের মত সহজ ও স্বচ্ছ লোকশিল্পের ধারা ও তার গতি তা ব্যহত হলে এ দেশের সমাজ মানস এবং সভ্যতা ও সংস্কৃতির নান্দনিক ইতিহাস রচনার এক অমূল্য উপাদান হারিয়ে যাবে।”
প্রখ্যাত লোকবিজ্ঞানী ডঃ আশরাফ সিদ্দিকী বিভিন্ন লোক গাথা ও সাহিত্যের উল্লেখ করে চিরায়ত বাংলাদেশের লোক সংস্কৃতির একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন তাঁর প্রবন্ধে। “বাংলাদেশের সেই সব হাজার বছরের যে ঐতিহ্য ও সংস্কৃতি তা এখনও পল্লীর আনাচে কানাচে ভস্মাচ্ছাদিত মনিমুক্তার মত লুক্কায়িত।” সেগুলি খুঁজে বের করার জন্য তিনি আকুল আহবান জানান।