এই বইটি কিশোর বয়সী পাঠকের জন্য, যার মন চিনে গেছে চারপাশের সমাজ-রাষ্ট্র-পৃথিবীকে। ঠিক এই সময়ে তার জানা দরকার যে, পিতারা কেবল নিজের সন্তানের কথা ভাবলেও এক পিতা ভেবেছিলেন দেশের সব মানুষের কথা। হয়ে উঠেছিলেন জাতির পিতা। আর সেই পিতার পুত্রী শৈশব থেকেই শিখেছিলেন কীভাবে পিতা কাছে না থাকার কষ্ট সহ্য করতে করতে বড় হতে হয় এবং সবার ভালোর জন্য কাজ করতে হয়।
দিনের পর দিন জেলে বন্দী পিতার শরীরটা প্রায়ই খারাপ হয়ে যায়, সে কথা পুত্রী জেনেছেন অনেক পরে, যখন পিতা চিরতরে হারিয়ে গেছেন আর তাঁর লেখা ডায়েরি এসেছে পুত্রীর হাতে! সহজ ভাষায়, বৈঠকি ঢঙে পিতা-পুত্রীর জীবনের এরকম নানা ঘটনা জেনে চোখ ভিজে আসে।
কেন অনন্য পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পুত্রী শেখ হাসিনা, তা জেনে ফেলার পর ঘটবে আশ্চর্য ঘটনা। কিশোর পাঠক টের পাবে, তার বুকের ভেতর জমে গেছে দারুণ সাহস। অনন্য পিতা-পুত্রীকে সে অসাধারণ উদাহরণ হিসেবে গ্রহণ করবে। তাদের মতো করে এগিয়ে নেবে ভবিষ্যতের বাংলাদেশকে।
অনন্য বাংলাদেশ প্রাপ্তিই এই বইয়ের আসল সাফল্য।