অষ্টাদশ শতাব্দীর শিল্পবিপ্লব যেমনভাবে মানুষের জীবনে অভূতপূর্ব প্রগতির জোয়ার নিয়ে আসে, তেমনি মানুষের অনাবিল ও জটিলতাহীন জীবনেও তা অনেকগুলো জটিল সমস্যার সৃষ্টি করে। এর অন্যতম প্রধান সমস্যা হলো শ্রমিক সমস্যা। বর্তমানে পৃথিবীর রাষ্ট্রব্যবস্থাপনার প্রতিটি অণু-পরমাণুকে যা তীব্রভাবে ঝাঁকুনি দিচ্ছে। শ্রমিকরা আজ হাজারো শোষণের নিগড়ে পিষ্ট। আজকের পৃথিবী তাদের সমস্যা প্রকৃতভাবে অনুধাবন করতে এবং এর যথার্থ সমাধান দিতে চরমভাবে ব্যর্থ।
জগৎজুড়ে কি এমনিভাবে ‘মার খাবে দুর্বল’? এর কি কোনো প্রতিকার নেই, প্রতিবিধান নেই? সর্বহারাদের জীবনে এই বিড়ম্বনার কি শেষ নেই?
ইসলাম করেছে এর ন্যায়ানুগ প্রতিকার। খোদাওন্দ করীমের বলিষ্ঠ প্রত্যয় ও নবি-প্রদর্শিত রাহনুমায়ির আশ্রয়ে ইসলাম চায় এমন এক সমাজব্যবস্থা কায়েম করতে, শ্রমিক ও নিয়োগকর্তার সৌহার্দ্যমূলক পারস্পরিক ভিত্তিতে এমন এক বিধানের প্রচলন করতে, যেখানে শোষণ নেই, নিপীড়ন নেই, সর্বোপরি নেই দুর্বলকে পিষে খতম করার জঘন্য প্রবণতা। আকাশ যেখানে ভারাক্রান্ত হয় না সর্বহারাদের আর্তনাদে, যেখানে স্বাধীনতার অনাবিল আনন্দে বয়ে চলে জীবনপ্রবাহ, চোখ প্রোজ্জ্বল হয়ে ওঠে এক নতুন সূর্যের ইঙ্গিতে।
এ থেকেই শ্রমিক সমস্যা ও তার সমাধানের বাস্তব আলোচনা সংবলিত এই পুস্তক। এ তাদের মানুষ হিসেবে বেঁচে থাকার কর্মসূচি, জাতি একে কার্যকর করে তুললেই আমাদের শ্রমসার্থক।