উপনিবেশিক শাসনের বেড়াজাল থেকে ধর্মের ভিত্তিতে একটি দেশ সৃষ্টি হয়, যার নাম ‘পাকিস্তান’। বর্তমান বাংলাদেশের অংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, ভাষাভাষী সংস্কৃতি থেকে ভিন্ন ছিল দুই অঞ্চলের মানুষের সামাজিক কৃষ্টি-কালচার। শুধু ধর্মই করেছিল একতাবদ্ধ। কিন্তু অচিরেই পাকিস্তান বর্তমান ‘বাংলাদেশ’ অঞ্চলকে ঔপনিবেশিকে পরিগণিত করে, অর্থনৈতিক শোষণ করতে থাকে, শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য রাজনৈতিক একটি দল গঠন হয়, যার নাম ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। বঙ্গবন্ধু তরুণ বয়সে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক হন, পরবর্তীকালে আওয়ামী লীগই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুই আওয়ামী লীগ হয়ে ওঠেন। একসময় অর্থনৈতিক মুক্তি আন্দোলন ধীরে ধীরে মুক্তিযুদ্ধে রূপ নেয়।