এটা অপু সিরিজের ৮ম বই।
নিজ স্কুলে বিজয় দিবসের অনুষ্ঠান দেখছে অপু। মুক্তিযুদ্ধ নিয়ে কুচকাওয়াজ চলছে। গভীর মনযোগে দেখতে দেখতে অপু নিজেকে একজন মুক্তিযোদ্ধা ভাবতে থাকেন কিশোর মুক্তিযোদ্ধা।
উনিশ শ’ একাত্তর। দেশজুড়ে জ্বালাও পোড়াও নির্যাতনের সাথে বাঙালি নিধনে মেতে উঠে পাকিস্তানি হানাদার বাহিনী। অন্যান্যদের মতো মুক্তিযুদ্ধে অংশ নিতে অপু সীমানা অতিক্রম করে চলে আসে মেঘালয়ের একটি ক্যাম্পে। ঐ ক্যাম্পের ট্রেনিং ইনচার্জ মেজর এটিএম হায়দার। বয়স ও উচ্চতা কম থাকায় প্রথমে ওকে ট্রেনিং করাতে অস্বীকৃতি জানান মেজর হায়দার। কিন্তু অপুর অদম্য আগ্রহ দেখে তাকে কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়। অপু সফলতার সাথে প্রশিক্ষণ শেষ করে বাংলাদেশে ঢুকে একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করতে থাকে। অপুর সাহস দেখে মেজর হায়দার তাকে উপাধি দেন লিটল স্টার।