গোরকঘাটা হাঁটে কবিমন অজানা শঙ্কায় কাঁদে চোখ হতাশাগ্রস্ত অসহায় মুখ। পথভ্রষ্ট ক্লান্ত পথিক ঘুরে ফিরে দরিয়ানগর। ————— সাপলুড়ু জিততে জিততে হেরে যাই ধাপে ধাপে ধাক্কায় পড়ে যাই রক্তাক্ত অন্ত্যমিলহীন জীবন ঘুমহীন স্বপ্নহীন আশাহীন কথাহীন বেঁচে থাকা হেরে যাওয়া বোধহীন মানুষ শোকার্ত হাওয়ায় ঘুরি আকস্মিক ভালোবাসার ছোঁয়ায় হেঁটে যাই বারবার কেন যে জিততে জিততে হেরে যাই প্রভু সব জানে, সব দেখে চার ছক্কার চক্করে মইহীন পা….