বঙ্গবন্ধুর জীবন, চিন্তা, কর্ম এবং দর্শন নিয়ে গবেষণাধর্মী কাজ এবং সহাজবোধ্য ষায় লেখালেখির জন্য আতিউর রহমান বারবরই পাঠকপ্রিয়। মুজিববর্ষে বাড়তি উদ্যম নিয়ে এ বিষয়ে তিনি আরও অনেক নতুন কাজ করছেন। বঙ্গবন্ধু সহজতর পাঠ নামের গ্রন্থটি সে কাজগুলোর অন্যতম। একেবারে নবীন পাঠক যারা, কিংবা যারা সরলভাবে বঙ্গবন্ধুকে বুঝতে চান তাদের কথা মাথায় রেখেই এ গ্রন্থটি রচিত হয়েছে। লেখক আগে বঙ্গবন্ধুকে সহজভাবে উপস্থাপনের জন্য গ্রন্থ রচনা করলেও, এ গ্রন্থটি আরও সমৃদ্ধ করতে পেরেছেন কারণ এখানে তথ্যসুত্র হিসেবে ব্যবহার করেছেন বঙ্গবন্ধুর নিজের লেখা তিনটি বই এবং তাকে নিয়ে করা পাকিস্তানী গোয়ান্দাদের প্রতিবেদনগুলোকে। সহজবোধ্য ভাষায় বঙ্গবন্ধুর পুরো জীবনকে শব্দটি অধ্যায়ে তুলে আনলেও বঙ্গবন্ধুর জীবনের এবং তার রাজনীতির কোন দিকই যেন এ গ্রন্থে উপেক্ষিত না থাকে সেদিকে লেখক সতর্ক দৃষ্টি রেখেছেন। তাই নবীন পাঠকদের পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে জীবনী পাঠে আগ্রহী পাঠকরাও এটি পাঠ করে উপকৃত হবেন বলে মনে হয়। বঙ্গবন্ধুর বহুমাত্রিক রচনার একটি প্রাথমিক পাঠ হিসেবে এই গ্রন্থটিকে আদর্শ বলা যেতে পারে।