১৭ এপ্রিল ২০২১ সালে পরপারে পাড়ি দেন চলচ্চিত্রজগতের মিষ্টি মেয়ে কবরী। অনেক সাফল্য ও স্বীকৃতির পালক যুক্ত হয়েছিল এই অভিনেত্রীর মুকুটে। যুক্ত ছিলেন রাজনীতিসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে। মতিউর রহমানের সাক্ষাৎকারে উঠে এসেছিল কবরীর ব্যক্তিগত ও পারিবারিক আনন্দ-বেদনা, তাঁকে নিয়ে প্রচার-অপপ্রচার এবং তাঁর স্বপ্নের কথা। কবরীর মৃত্যুতে সেসব স্মৃতি চারণ করে মতিউর রহমান লিখেছিলেন একটি স্মৃতিলেখাও। কবরীর সাক্ষাৎকার ও মাতিউর রহমানের স্মৃতিলেখটি একত্র করে প্রকাশিত ”একলা মানুষ কবরী” বইটি এই অভিনেত্রীর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।