بسم الله الرحمن الرحيم
نحمده ونصلى على رسوله الكريم মহানবী (সাঃ) সকল নবীর অগ্রে সৃষ্টি হইয়াছেন
এবং নবুয়ত লাভ করিয়াছেন
পবিত্র কুরআনে আল্লাহ্ পাক এরশাদ করিয়াছেন,
وإذ أخذنا من الشين مبنائهم –
অর্থাৎ স্মরণ কর, যখন আমি নবীদের নিকট হইতে তাহাদের অঙ্গীকার নিয়া নিলাম। ইবনে আবী হাতেম তাঁহার তাফসীর গ্রন্থে এবং আবু নাইম তাঁহার আদ্দালায়েল নামক গ্রন্থে উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় কাতাদাহ, হাসান এবং আবু হোরায়রাহ (রাঃ) হইতে রাসূলে পাক (সাঃ)-এর বক্তব্য উল্লেখ করিয়াছেন, যথা: আল্লাহ্ পাক আমাকে সকল নবীর অগ্রে পয়দা করিয়াছেন এবং সকলের শেষে (দুনিয়ায়) ” পাঠাইয়াছেন।