আবুল হাসনাত স্মরন

৳ 750.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789849484660
ভাষা বাংলা
সংস্কার 1st Published, 2021
দেশ বাংলাদেশ

ভূমিকা:
আবুল হাসনাত।
মাহমুদ আল জামান।
দুই নামের আধারে একক মানুষের অনুপম এক অস্তিত্ব।
আমাদের কালের অনন্য এক নাম আবুল হাসনাত এক বছর হয়ে গেল তিনি আমাদের মাঝে নেই।
তবে আমাদের সঙ্গে আছেন প্রতিদিন প্রতি পলে, প্রতি মুহূর্তে।
আবুল হাসনাত স্মরণ গ্রন্থই প্রমাণ করে তিনি কীভাবে মিশে আছেন আমাদের প্রতিদিনের কর্মে-বিশ্বাসে-সংগ্রামে-সাধনায়।
কবি-গবেষক-সাংবাদিক-সংগঠক নানা ভাবে আবুল হাসনাত মেলে ধরেছিলেন নিজেকে।
তবে একান্তই নিভৃতে, নিজেকে যতটা পারা যায় আড়াল করে।
আবুল হাসনাত স্মরণ গ্রন্থে ৯১টি লেখা সংকলিত হলো। যাঁরা লেখা দিয়েছেন তাঁদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।
আরও কিছু লেখা সংকলিত করার ইচ্ছা থাকলেও কলেবরের কথা চিন্তা করে তা করা যায়নি।
গ্রন্থের দৃষ্টিনন্দন প্রচ্ছদের চিত্রকর্মটি চিত্রশিল্পী শহিদ কবীরের আঁকা।
তাঁকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
এ গ্রন্থ প্রকাশে বেঙ্গল পাবলিকেশনস ও কালি ও কলম পত্রিকার অনেকের সহযোগ পেয়েছি।
সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
বিশ্বজিৎ ঘোষ…..

Biswajit Ghosh, জন্ম ১৯৫৮ সালে, বরিশালে। ‘বুদ্ধদেব বসুর উপন্যাসে নৈঃসঙ্গ্যচেতনার রূপায়ণ’ বিষয়ে গবেষণার জন্য ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি ডিগ্রি লাভ। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন আরম্ভ। বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত। বিশ্বজিৎ ঘোষ মূলত প্রাবন্ধিক-গবেষক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ : বাংলাদেশের সাহিত্য (১৯৯১), নজরুলমানস ও অন্যান্য প্রসঙ্গ (১৯৯৩), আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও রবীন্দ্রনাথ (১৯৯৪), বুদ্ধদেব বসুর উপন্যাসে নৈঃসঙ্গ্যচেতনার রূপায়ণ (১৯৯৭) ইত্যাদি। ২০১১ সালে গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার। এছাড়া ড. বিশ্বজিৎ ঘোষ বাংলা একাডেমির ‘ডক্টর মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক’, ‘জীবনানন্দ দাশ সাহিত্যপদক’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আবদুর রব চৌধুরী স্বর্ণপদক’, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত ‘মহাকবি মধুসূদন জাতীয় পদক’, ‘কবি নজরুল স্বর্ণপদক’ লাভ করেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ