ভূমিকা:
আবুল হাসনাত।
মাহমুদ আল জামান।
দুই নামের আধারে একক মানুষের অনুপম এক অস্তিত্ব।
আমাদের কালের অনন্য এক নাম আবুল হাসনাত এক বছর হয়ে গেল তিনি আমাদের মাঝে নেই।
তবে আমাদের সঙ্গে আছেন প্রতিদিন প্রতি পলে, প্রতি মুহূর্তে।
আবুল হাসনাত স্মরণ গ্রন্থই প্রমাণ করে তিনি কীভাবে মিশে আছেন আমাদের প্রতিদিনের কর্মে-বিশ্বাসে-সংগ্রামে-সাধনায়।
কবি-গবেষক-সাংবাদিক-সংগঠক নানা ভাবে আবুল হাসনাত মেলে ধরেছিলেন নিজেকে।
তবে একান্তই নিভৃতে, নিজেকে যতটা পারা যায় আড়াল করে।
আবুল হাসনাত স্মরণ গ্রন্থে ৯১টি লেখা সংকলিত হলো। যাঁরা লেখা দিয়েছেন তাঁদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।
আরও কিছু লেখা সংকলিত করার ইচ্ছা থাকলেও কলেবরের কথা চিন্তা করে তা করা যায়নি।
গ্রন্থের দৃষ্টিনন্দন প্রচ্ছদের চিত্রকর্মটি চিত্রশিল্পী শহিদ কবীরের আঁকা।
তাঁকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
এ গ্রন্থ প্রকাশে বেঙ্গল পাবলিকেশনস ও কালি ও কলম পত্রিকার অনেকের সহযোগ পেয়েছি।
সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
বিশ্বজিৎ ঘোষ…..