বাংলাকে বলা হয় সাহিত্যের আবাসভূমি। এ দেশের হাগাড়ে ভাগাড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাহিত্যের উপাদান। আমাদের গ্রাম প্রধান দেশের অধিকাংশ সাহিত্য গ্রামে সৃষ্টি হয়েছে। যে সাহিত্যকে আমরা ‘লোকসাহিত্য’ বলে থাকি। কিন্তু কোনো কোনো কবি লেখক আবার গ্রামের দিকে ফিরতে চাননি। কেউ কেউ গ্রাম থেকে বিচ্যুত হয়েও বার বার গ্রামের কথা বলেছেন। আবার কেউ নিজেকে গ্রামের দিকে ফেরাতে বলেছেন। মহামতি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন–‘একবার ফিরাও মোরে।’ এ লোকসাহিত্য সৃষ্টি করেছে গ্রাম্য মানুষগুলো। তাই গ্রাম্য সাহিত্যের কাছে যেতে হলে সর্বপ্রথম যেতে হবে গ্রামের মানুষের কাছে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ঠাঁই দিতে হবে অন্তরে।