ইংল্যান্ডের নানান প্রান্ত থেকে ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট আসছে- গ্রামে, শহরে, প্রত্যন্ত জেলাগুলোতে ঝাঁক বেঁধে হামলা চালাচ্ছে বিপুলসংখ্যক পাখি। ওদের সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। এমনকি মানুষও রেহাই পাচ্ছে না পাখিদের হাত থেকে। পাখির ঝাঁকের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে সমস্ত এলাকায়।
পরিস্থিতি এতটাই অস্বাভাবিক যে গাড়িঘোড়া থেমে গিয়ে অনেক রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট। অফিস-আদালত, দোকানপাটে থেমে গেছে কাজকর্ম। পাখি দেখার জন্য রাস্তায়, পেভমেন্টে ভিড় করেছে লোকজন…
কিন্তু কেন এই দুর্যোগ? জানতে চান? তা হলে পাতা উলটে ডুবে যান ড্যাফনি দু মরিয়ের অবিস্মরণীয় ক্লাসিক দ্য বার্ডস-এ, যে কাহিনিটির অনুপ্রেরণায় জগদ্বিখ্যাত পরিচালক আলফ্রেড হিচকক বানিয়েছিলেন একই নামের মাস্টারপিস ছবি।