দ্য বার্ডস

৳ 200.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789849517085
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৮০
সংস্কার 1st Published, 2021
দেশ বাংলাদেশ

ইংল্যান্ডের নানান প্রান্ত থেকে ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট আসছে- গ্রামে, শহরে, প্রত্যন্ত জেলাগুলোতে ঝাঁক বেঁধে হামলা চালাচ্ছে বিপুলসংখ্যক পাখি। ওদের সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। এমনকি মানুষও রেহাই পাচ্ছে না পাখিদের হাত থেকে। পাখির ঝাঁকের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে সমস্ত এলাকায়।
পরিস্থিতি এতটাই অস্বাভাবিক যে গাড়িঘোড়া থেমে গিয়ে অনেক রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট। অফিস-আদালত, দোকানপাটে থেমে গেছে কাজকর্ম। পাখি দেখার জন্য রাস্তায়, পেভমেন্টে ভিড় করেছে লোকজন…
কিন্তু কেন এই দুর্যোগ? জানতে চান? তা হলে পাতা উলটে ডুবে যান ড্যাফনি দু মরিয়ের অবিস্মরণীয় ক্লাসিক দ্য বার্ডস-এ, যে কাহিনিটির অনুপ্রেরণায় জগদ্বিখ্যাত পরিচালক আলফ্রেড হিচকক বানিয়েছিলেন একই নামের মাস্টারপিস ছবি।

দফনে দু্য মরিয়ে (১৯০৭-৮৯)-র জন্ম লন্ডনে। বাবা ছিলেন বিখ্যাত অভিনেতা-ব্যবস্থাপক স্যার জেরাল্ড দু মরিয়ে প্রথমে বাড়িতে অন্য বোনদের সাথে ও পরে প্যারিসে শিক্ষা লাভের পর ১৯২৮ সালে ছোট গল্প আর নিবন্ধ রচনা শুরু করেন তিনি । ১৯৩১ সালে তাঁর প্রথম উপন্যাস দ্য লাভিং স্পিরিট প্রকাশিত হয়। এরপর তার বাবার জীবনী ও তিনটি উপন্যাস বের হয়। কিন্তু রেবেকা উপন্যাসটিই তাকে সাহিত্য বলয়ে প্রতিষ্ঠিত করে এবং তাঁর সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত করে। ১৯৩২ সালে দু্য মরিয়ে মেজর ফ্রেডেরিক ব্রাউনিংকে বিয়ে করেন। তাদের সন্তানের সংখ্যা তিন । উপন্যাসের পাশাপাশি দুর্ঘ্য মরিয়ে ছোট গল্প, নাটক ও জীবনীও রচনা করেছেন। তার অনেক বেস্টসেলিং উপন্যাসই পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রে পরিণত হয়েছে। ১৯৬৯ সালে দু্য মরিয়ে স্বয়ং ডিবিই পুরস্কার অর্জন করেন। জীবনের বেশিরভাগ সময়ই কর্নওয়েলে বাস করেছেন তিনি, যা তাঁর অধিকাংশ গল্পের পটভূমি। দ্যু মরিয়ের অন্যান্য বিখ্যাত গ্রন্থের ভেতর রয়েছে : জ্যমাইকা ইন, ডোন্ট ফুক নাউ, স্কেপগোট ইত্যাদি ।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ