জীবনের ছোট ছোট অভিজ্ঞতাপ্রসূত কিছু অনুভূতি, কিছু অনুসন্ধিৎসা, কিছু উপলব্ধি নিয়ে ‘জীবনের সহজ পাঠ’। এটি কোন দর্শনের কিতাব নয়, নেহাতই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক ঘটনাপ্রবাহগুলোকে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখার, বোঝার, জানার এক সহজ প্রয়াস। হয়ত কারো চিন্তার খোরাক হতে পারে।