পঞ্চদশ শতাব্দীর ইংল্যান্ড। গৃহযুদ্ধের কারণে অশান্ত হয়ে উঠেছে সারা দেশ। কৌশলে স্যার হ্যারি শেলটনকে হত্যা করেছিলেন স্যার ড্যানিয়েল ব্র্যাকলি। নিজেই স্যার হ্যারির। অনাথ ছেলে রিচার্ড শেলটনের অভিভাবক হয়ে বসেছেন। এখন পিতার মৃত্যুরহস্যের কিনারা করতে চাইছে তরুণ যােদ্ধা রিচার্ড শেলটন। এক সময় সে জড়িয়ে যায় ব্ল্যাক অ্যারাে নামের এক গােপন সংগঠনের সাথে। অত্যাচারী ধনকুবেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করাই এই সংগঠনের কাজ। রিচার্ড কি পারবে তার পিতৃহত্যার প্রতিশােধ নিতে?