” আপনার সাথে টং দোকানে বসে রঙ চা খাওয়ার ইচ্ছাটা এই জীবনে পূরণ হলো না আয়ান চৌধুরী৷ কিছু ইচ্ছা যে পূর্ণতা পায় না সেটা বুঝতে পেরেছি আপনি আমার জীবনে আসার পর৷ আর কিছু অচেনা মানুষ যে আপন মানুষের মতো আপন হয় সেটাও বুঝতে পেরেছি আপনি আমার জীবনে আসার পর৷ জীবনের শেষ দিনগুলো যে ভালো কেটেছে এজন্য আপনাকে ধন্যবাদ দিয়ে আপনার ভালোবাসাকে অসম্মান করার ক্ষমতা আমার নেই৷”
কী ঘটেছিল মিস অর্পিতার সাথে ? কেনই বা আয়ান চৌধুরীর দেওয়া ভালোবাসার উপহার আকাশি রঙের শাড়িটা এখনো আলমারীতে বন্দি?
অর্পিতার রহস্য জানতে হলে পড়তে হবে ” অর্পিতার আকাশি রঙের শাড়ি ” উপন্যাসটি৷