বাংলাদেশের কবিতায় কবি অসীম সাহা এখন আর শুধু একটি নাম নয়, একজন কবি-শিল্পীর প্রতিকৃতি। সাহিত্যের সবগুলো শাখায় সমান দক্ষতার স্বাক্ষর রেখে বিগত ৫৪ বছর ধরে তাঁর যে শৈল্পিক অভিযাত্রা, সেখান থেকে তিনি তিল পরিমাণও বিচ্যুত হননি। তাই তাঁর সৃষ্টিশীলতায় যে বৈচিত্র্য, তাকে এককথায় বলা যেতে পারে অভিনব। বিশেষত কবিতায় তাঁর ক্রমপরিণতি এবং প্রাচ্য ও প্রতীচ্যে বিস্ময়কর পর্যটন তাঁর কবিতাকে দিয়েছে একটি স্বতন্ত্র মাত্রা। তাই তাঁর কবিতা গভীর, ব্যঞ্জনাময় এবং দার্শনিক ঋদ্ধতায় বহুমাত্রিক। একই সঙ্গে বাংলা কবিতার যে মৌলিক গতিপ্রবাহ—তার গীতিধর্মিতা, অসীম সাহার কবিতায় সেই ঐতিহ্য তাঁকে করে তুলেছে তারই মৌলিক প্রপঞ্চের অনুসারী। অসীম সাহার সবগুলো কবিতার বই থেকে বাছাই করা সেরা কবিতাগুলো নিয়ে প্রকাশিত হচ্ছে ‘অসীম সাহার শ্রেষ্ঠ কবিতা’র কোলকাতা-সংস্করণ। তাতে পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের পাঠকরাও সেই মৌলিকতার সঙ্গে সঙ্গে কবিতার গভীরতর তলদেশ স্পর্শ করতে সক্ষম হবেন এবং তাঁর দীর্ঘদিন ধরে রচিত কবিতার এক অনবদ্য সংকলন হিসেবে এটি তাদের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়।