নির্জন পথে যাত্রা বিচিত্র স্বাদের অনন্য গদ্যের সংকলন। বিশিষ্ট কাথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক বৈশ্বিক মহামারি করোনার করুণ কালে দিনরাত্রি যাপনের আত্মভাষ্য রচনা করেছেন কয়েকটি অনুপম গদ্যে। তাঁর আত্মদর্পণের লেখা যেন হয়ে উঠেছে সমষ্টিমানুষের কথন। সেই সঙ্গে যুক্ত হয়েছে দেশ-জাতি-সংস্কৃতি ইত্যাদি বিষয়ে আরও কিছু জরুরি লেখা। এসব লেখার অক্ষর-রেখায় আমরা যেন নিজেদেরই পাঠ করে উঠি এবং লেখকের মতো অনুভব করি জনকোলাহলে সৃজনশীল মানুষের বেঁচে থাকা আসলে নির্জন পথে যাত্রা।