‘বতক’ এর কাহিনি-সংক্ষেপ : মাঝরাতে ঘর থেকে বের হয়ে যায় মাহমুদা। তার গার্মেন্টস-কর্মী স্বামী আনোয়ার জানে সে যাচ্ছে পরপুরুষের কাছে। তবু তাকে ফেরায় না। কেন? এর পর স্ত্রীকে নিয়ে গ্রামে চলে যায় আনোয়ার। আর শুরু হয় নতুন দুশ্চিন্তা। কারণ, ওইদিনই নিখোঁজ হয়ে যায় মাহমুদা। অবশেষে তার সন্ধান মেলে বিলপাড়ে। কিন্তু অন্ধকার রাতে বিলপাড়ে কী করছিল সে?
এরই মধ্যে জটিল আকার ধারণ করে মাহমুদার বমি-সমস্যা। এই বমি-সমস্যার রহস্য অনুসন্ধান করতে গেলে প্রকাশ্যে আসে ধলা বিবির নাম। জানা যায়, তার গলায় ছুরি চালিয়েছিলেন মাহমুদার মা। কিন্তু একজন মমতাময়ী মা কীভাবে পারলেন এই নির্মম কাজটি করতে? আর কে এই ধলা বিবি? কেন মাহমুদা মৃত্যুশয্যায় শুয়েও ধলা বিবিকেই খোঁজে?