রাজার দেওয়া ছন্নছাড়া দুর্দশা, বনদেবীর সন্তান ওরাওঁ, সাঁওতাল বা কল্পনা চাকমা; মানুষের বিপন্নতা আর বেঁচে থাকার এক টুকরো স্বপ্ন গভীর দরদে তুলে আনেন জাকির তালুকদার। গল্প পড়তে পড়তে তীব্র শীতে মন কুঁকড়ে যায়। মন বলে, এই যে দেশ, একবার তাকে হারালে নতুন দেশ পাওয়া কঠিন। চোখের মণির মতো দেশকেও ভালোবাসিস, আগলে রাখিস। কিন্তু কে কাকে আগলাবে?