‘নিজের ঢোল নিজেকেই পেটাতে হবে।’ —কানিয়ে ওয়েস্ট
সিগনিফিকেন্ট অবজেক্টস নামক বইতে জসুয়া গ্লেন আর রব ওয়াকার একটা পরীক্ষার কথা বলেন। এই বিশেষ তত্ত্বটা পরীক্ষা করার জন্যই কাজটা তারা করেছিলেন। ‘যেকোনো কিছুকে আবেগিক গুরুত্ব দেবার পেছনে সেটার গল্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তারা যান থ্রিফট স্টোরে, ফ্লি মার্কেটে, ইয়ার্ড সেলে; গড়ে ১ ডলার ২৫ সেন্ট খরচ করে তারা কিছু জিনিস কেনেন। এরপর ভাড়া করেন বেশ কিছু লেখককে, বিখ্যাত-অখ্যাত মিলিয়ে; তাদেরকে নির্দেশ দেওয়া হয়: ‘প্রতিটা বস্তুর ওপর গুরুত্ব আরোপ করে’ এমন গল্প লিখতে। শেষে গ্লেন ও ওয়াকার সবগুলো জিনিসকে ইবে-তে বিক্রির জন্য তোলেন, প্রতিটার বর্ণনায় ব্যবহার করেন লেখকদের গল্পগুলো। দাম হিসেবে যেটাই ধার্য করেন না কেন, দিন শেষে দেখা যায় যে $128.74 মূল্যের জিনিসপত্র বিক্রি করে কামিয়েছেন পাক্কা $3,612.51।