একটি শিশু । বয়স বড়োজোড় ছয় কিংবা সাত বছর হবে । পেট মোটা, খাটো আর সবুজাভ চোঁখের এই শিশুটির সাথে হঠাৎ করে দেখা হয়ে যায় জর্জের । জর্জ ও তখন নয় বছর বয়সী শিশু । গল্পের শুরু হয় জর্জের কারাবন্দী জীবন থেকে । কোন একটি ছোট শিশু হত্যার দায়ে জর্জ এখন সাজা প্রাপ্ত এক আসামী । একটা শুশুকে নির্মম ভাবে হত্যা করায় তার স্ত্রীও তাকে তালাক দিয়ে চলে গেছে । জেলে একা, নিঃসঙ্গ এক জীবন কাটাছে জর্জ । বাচ্চাদের এত ভালোবাসা স্বত্তেও কেন জর্জ একটা শিশুকে খুন করলো ? কেনই বা সে আদালতে কোন আপীল করতে চায় না ? এত সব উত্তর খোঁজে বেড়াচ্ছে জর্জের উকিল মি. ব্র্যাডলি ।