তুমি দেশ ও জাতির ভবিষ্যত। তুমি জাতির আগামীকাল। জাতির ভবিষ্যত নিরূপিত হবে তোমার শিক্ষা-দীক্ষা আর ভালো-মন্দ রুচি-প্রকৃতির ওপর। ছাত্রজীবন তোমার জীবন সংগ্রামের প্রস্তুতির সময়। যৌবনের সঠিক প্রস্তুতির ওপরই নির্ভর করে তোমার উজ্জ্বল ভবিষ্যত। তুমি এখন উদ্যমতায় পরিপূর্ণ। শৃঙ্খলায় ভরপুর। এ জীবনের স্বাদ সম্পূর্ণ ভিন্ন। নিয়মিত জ্ঞানানুশীলন করো। তোমার ভবিষ্যৎ জীবন সফল ও সুখময় হয়ে উঠবে। তবে এ জ্ঞানানুশীলন শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ রাখবে না। ধর্মীয়, আধ্যাত্মিক, জীবন ও বাস্তবমুখী জ্ঞানর্জন করতে হবে। তবেই যথার্থ জ্ঞান ও চিন্তাশক্তির সম্প্রসারণ ঘটবে। এ জীবনে ক্লান্তি, হতাশা আর অবিশ^াস আসেবই। জীবনের সব ক্লান্তি হতাশা, অবিশ্বাস দূর করে দৃঢ় প্রত্যয় ও সৎ সাহস নিয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখবে- তুমি পথভ্রষ্ট হলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। সচ্চরিত্র তোমার অলংকার, মান-সম্মান। চরিত্রহীন ব্যক্তি পশুর সমান। নিজেকে তৈরি করো। তোমাকে মানুষের পাশে দাঁড়াতে হবে। নতুন আশা জাগাতে হবে। ধর্ম ও মানবতার নতুন দিগন্ত তোমার হতে। এই বই তোমাকে সেই পথ দেখাবে। এই বইয়ের কোনো ভূমিকা নেই। তবে এই বই তোমার নতুন জীবনের ভূমিকা। এই বইয়ের প্রত্যেকটি কথা তোমার জীবনকে অনুপ্রাণিত করবে। তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। ইনশাআল্লাহ! – মুহসিন আল জাবির