এটি একটি বিতর্কমূলক বই। বিষয় : শিল্পকলায় বিমূর্তবাদ। বিষয় পুরোনো, তর্ক নতুন করে। বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিকের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিতর্কের শুরু। এরপর ক্রমান্বয়ে একজন চিত্রশিল্পী এবং একজন বরেণ্য কবি কথাসাহিত্যিকের সঙ্গে দ্বিমত পোষণ করে পোস্ট দিলে শুরু হয় তুমুল বিতর্ক। যোগাযোগ মাধ্যমে এমন শিল্পসম্মত সুস্থ বিতর্ক বিরল ঘটনা। এপার-ওপার দুই বাঙলার প্রায় অর্ধশত কবি-শিল্পীর অংশগ্রহণে বিশ্লেষণাত্বক সেইসব যুক্তিতর্কে উঠে আসে চিত্রকলা ও কবিতায় বিমূর্তায়নের নানা দিক-দিগন্ত, যা শিল্পকলা ও সাহিত্যে উল্লেখযোগ্য মাত্রা যোগ করবে। শুধু কবি ও শিল্পীই নন, যে-কোনো অনুসন্ধিৎসু ও শিল্পরসিক পাঠকই এই বই থেকে আনন্দ-সহযোগে কুড়িয়ে নিতে পারবেন কৌতূহলী মনের রসদ। আর চারুকলার শিক্ষার্থীদের জন্য বইটি অবশ্যপাঠ্য তালিকায় যুক্ত হতে পারে।