পুরাণসাহিত্যে অনুসন্ধিৎসু ডুবুরির অমূল্যরতন প্রাপ্তিযোগ আটকানো দুষ্কর । কেবল স্বর্গ , নরক , পুষ্পবৃষ্টি , দৈববানী , অপ্সরা – কথা’র অসামান্য চিত্রকল্পই নয় , এখানে কিছু উপাখ্যানের নেপথ্যে সক্রিয় রয়েছে আদিকল্প তা বলাই বাহুল্য । পুরুষের নারীতে রূপান্তর ও পুরুষ মা – এর কনসেপ্ট উপাখ্যানের মাধ্যমে সরস ভঙ্গিমায় বিবিদিষু পাঠকের অন্তরের গভীরে পৌঁছে দিতে গেলে যে পুরাতনী প্রজ্ঞা জরুরী – – – লেখক তা প্রতিপন্ন করেছেন মিথকথা – য় ।