কোন ধরনের নির্দিষ্ট প্যাটার্ন ছাড়াই নাগরিক জীবনের নানান কিছু নিয়ে নগরের একজন বাসিন্দা হিসেবে নানা কথা, ভাবনা, সুখ, বেদনা, হাসি, হতাশার কথা গুলো নগরীর সাধু শিরোনামে লিখতে শুরু করি। এর মাঝে মিশে থাকে প্রেম ও প্রকৃতি। খুব যে জ্ঞানের কথা এগুলো তা নয়, আমাদের সকলেরই কথা হয়তো। অথবা বলা যায় কবি ও প্রকাশক ব্যক্তি নীলসাধুর দেখা নাগরিক জীবনের দৈনন্দিন চিত্রপট এটি। এর মাধ্যমে করোনাকালের স্মৃতি রেখে দিলাম। কথাও আমরা এখন অনেক রাখঢাক করেই বলি। তেমনই কিছু আলাপ-ভাব-ভাবনার সাথে থাকতে চাইলে “নগরে সাধু” আপনার জন্য।