অতিপ্রাকৃত ব্যাপার স্যাপারে অবিশ্বাসী একজন মানুষ মাইক এনলিন। যেখানে রহস্য সেখানেই যাত্রা চলে তার। সঙ্গী হাতের মিনি রেকর্ডার আর অজানাকে জানার দুর্বার তৃষ্ণা। ডকুমেন্টারি লিখে জনপ্রিয়তা পাওয়া তিনটে বেস্টসেলার বইয়ের লেখকও সে। ভালোই চলছিলো সব। যতদিন না হোটেল ডলফিনের ১৪০৮ নম্বর কক্ষটা সম্পর্কে সব জানতে পারে। সব সত্যি মিথ্যে না হলেও কিছু মিথ্যে একদিন ঠিকই সত্যি হয়ে যায়। মাইক এনলিনের জীবনেও তেমনটাই ঘটলো একদিন।
আধিভৌতিক রহস্যের উন্মোচন করতে পা বাঁড়ায় সে। নিউইয়র্ক এর গা ঘেঁষেই জায়গাটা। ছিমছাম, নিরিবিলি। শতাব্দীপ্রাচীন এক মিথ আর দানবীয় পিশাচেরা বাসা বেঁধেছে যেখানে। তুষারপাতের এক রাতে মাইক প্রবেশ করলো কুখ্যাত ১৪০৮ এ। তারপর… তারপর কি ঘটেছিলো মাইক এনলিনের জীবনে যার জন্য নাম না জানা সব আততায়ীরা আজো হাজির হয় ওর সামনে? রক্তমাংসের কোনো মানুষ হয়ে মাইক কি পেরেছিলো হোটেল ডলফিনের সেই কুখ্যাত ১৪০৮ নম্বর কক্ষ থেকে বেঁচেবর্তে ফিরতে ? প্রিয় পাঠক চলুন ঘুরে আসি মায়াময় এক অন্ধকার প্রকোষ্ঠ থেকে যেখানে ঘুরে বেড়ায় অদৃশ্য সব ছায়াশরীরেরা !