ধ্রুব এষের গল্প যেন একেকটি শিল্পের ক্যানভাস। এ গল্পগ্রন্থে সংকলিত গল্পগুলো পূর্বপ্রকাশিত অথবা প্রকাশিত নয়। গল্পগুলো চমকপ্রদ। আমাদের দেশে বা সমসাময়িক বাংলা গদ্য এভাবে লেখা হয় না। নিরীক্ষা নয়- এটি তাঁর স্বভাবজাত শৈলী। গল্পগুলো না পড়লে বোঝা যাবে না তিনি কোন মাত্রায় ভিন্নতর গদ্য রচনা করে চলেছেন। নিশ্চয়ই সমসাময়িক লেখা হয়েও সমকালীন রচনা থেকে একটু ভিন্ন মাত্রার যোগ তো রয়েছেই। এটি তাঁর বৈশিষ্ট্য এবং নিজস্বতা।