হাজার হাজার মানুষ পদ্য লিখে যাচ্ছে। এই হাজার হাজার মানুষের ভেতর ডুব দিয়ে পদ্য লেখার চেষ্টাটুকু কেন করা হচ্ছে? এর উত্তর কী? উত্তর, পদ্য কবিতায় রূপান্তরিত হয়ে উঠুক। তারপর কবিতা পাক নিজের একটা ভাষা। পূর্বসূরিরা যে ভাষা, উপমা, চিত্রকল্প তৈরি করে গেছেন, তার থেকে বেরিয়ে এসে পাঠককে চমকে দিবে এইসব কবিতা। অবারিত সৌন্দর্য, মায়া ও বোধের যে বাস্তবিক রূপ, তার বয়ান ‘উপমাজংশন’