নান্দীপাঠ
ছোট্ট বন্ধুরা দাদা দাদু ও মায়ের কাছে গল্প শুনতে চায় রাতে ঘুমানোর সময়। গল্প না শুনলে তারা কিছুতেই ঘুমুবে না। গল্প যদি শুনতে শুরু করলো……. তারপর নানা রকম প্রশ্ন! কেন হোল? কেন হোলনা? তারপর কি হোল? তারপর……….
বলাবাহুল্য, শিশুমনের সেই অপার জিজ্ঞাসার কৌতূহল থেকে তারপর-ই জন্ম দিয়েছে নানা স্বাদের রূপকথার গল্প। কল্পনার মধ্যে দিয়ে অবলীলায় ছোটদের মন ছুটে যায় রূপকথার অপরূপ জগতে। যেখানে রঙে রঙে রঙিন আকাশ তারার ভেলা ভাসিয়ে চলে।
কিন্তু আজ আর সেই দৃশ্য নেই। ছোটরা ঘুম থেকে উঠেই বইয়ের বোঝা নিয়ে দৌড়াচ্ছে স্কুলে। স্কুল থেকে ফিরেই আবার পড়তে বসা। ছুটির দিনে নাচ, গান, আবৃত্তি শেখা, কম্পিউটার শেখা, আরও কত কি! তাছাড়া ছোটদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য দাদা-দাদু আজ বাড়িতে নেই। কারণ কর্মমুখর জীবনে যৌথ পরিবার থেকে হয়েছে একক পরিবার। সেই আনন্দ আর নেই।
আমাদের সময় দাদা-দাদুর মুখে গল্প শুনতে শুনতে আমাদের মন চলে যেত এক বিচিত্র জগতে। সেই গল্পগুলো যেন কোথায় হারিয়ে গেল। তাই ছোট্ট বন্ধুদের কথা ভেবেই ঐ ধরনের গল্পগুলোকে এই গ্রন্থে সংকলিত করলাম। আশা করি ছোট্ট বন্ধুদের পড়ে ভাল লাগবে। আর বড়রাও ফিরে পাবেন সেই পুরনো দিনের স্মৃতি।
বন্ধুরা, তোমাদের ভাল লাগাই আমার ভাল লাগা।
ভাল থেক সব্বাই।
সম্পাদক