বুকাওস্কির কবিতার সাথে পরিচয় অনেকেরই কিন্তু উপন্যাস অনুবাদ হয়নি। পোস্ট অফিস তাঁর প্রথম উপন্যাস। সেটা তিনি লিখেছেন তাঁর বয়স যখন পঞ্চাশোর্ধ্ব। তিনি জীবনের কয়েকটা বছর কাজ করেছিলেন ইউনাইটেড স্টেটস পোস্ট অফিসে। তারপর একসময় তিনি চাকরি ছেড়ে দেন। চাকরি ছাড়ার পরপরই তিনি পোস্ট অফিস উপন্যাসটা লেখেন, সাল ১৯৭১। বইটা উপন্যাস হলেও তা চার্লস বুকাওস্কির সেমি-অটোবায়োগ্রাফি বটে। বুকাওস্কি নিজেই বলতেন তাঁর লেখার ৯৩ ভাগই তাঁর নিজের জীবন থেকে নেয়া। আর বাকিটা সেসবের বিকশিত রূপ। পোস্ট অফিসে চাকরি করা একজন মেইলম্যানের জীবনের উপর ভিত্তি করে রচিত হয় এই উপন্যাস, পরবর্তী সময়ে যিনি একজন পোস্ট অফিস ক্লার্ক হিসেবে জীবিকা নির্বাহ করেন। চাকরি জীবনের অবিরাম অমানুষিক চাপ, যৌনতা, মদ, ঘোড়দৌড়, ব্যর্থতা এসব মিলেই হেনরি চিনাস্কি নামে একজন আমেরিকান নিম্নবিত্ত মানুষের গল্প পোস্ট অফিস। একটা আমেরিকান ক্লাসিক।