হ্যাম অন রাই চার্লস বুকাওস্কির চতুর্থ উপন্যাস। তাঁর সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী উপন্যাস এটি, সবচেয়ে আত্মজৈবনিক এবং সবচেয়ে মর্মস্পর্শী। এটি প্রকাশিত হয় ১৯৮২ সালে। এই উপন্যাসে আমরা দেখি চার্লস বুকাওস্কির অল্টার-ইগো হেনরি চিনাস্কির শৈশব-কৈশোরের লস এঞ্জেলসে বেড়ে ওঠার দিনগুলি। পিতার সাথে তাঁর সম্পর্ক, হাই স্কুলের জীবন, মুখের ব্রণ, ব্যর্থতা, হতাশা এবং তাঁর চিরদিনের সঙ্গী মদ। উপন্যাসটা শুরু হয় তখন যখন আমেরিকায় চলছে মন্দার কাল এবং শেষ হয় পার্ল হারবারে জাপানিরা যখন বোমা নিক্ষেপ করে। নিশ্চিতভাবেই, হ্যাম অন রাই চার্লস বুকাওস্কির সুন্দরতম উপন্যাস।