মূল কাঠামাে অপরিবর্তিত থাকলেও পথিবীর অন্যান্য ভাষার মতাে বাংলাও একটি উদার। ভাষা। অসংখ্য উৎস থেকে একেকটি শব্দ এসে মিশে গেছে বাংলায়। আমরা, যারা নিয়মিত নিজেদের মনের ভাব বিনিময় করি, নিশ্চিত নই কোন ক্ষেত্র থেকে বাংলার কোন শব্দটি এসেছে। অথচ খোঁজ নিলেই দেখা যাবে বাংলা ভাষার এই শব্দগুলাের মূলে রয়েছে দারুণ আকর্ষণীয় সব বিষয় ও ঘটনা। ভারতীয় পুরাণ-সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত প্রাচীন ঘটনা ও ইতিহাস থেকে উদ্ভূত যেসব শব্দ বাংলায় প্রচলিত সেসব শব্দের উৎস, অর্থ এবং বিবর্তন এই গ্রন্থের মূল বিষয়বস্তু। শুধু পৌরাণিক নয়, গ্রামবাংলায় প্রচলিত বিভিন্ন লােক-কাহিনি। থেকেও অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। শব্দের পরিবর্তন কেন এবং কীভাবে হয় তা লেখক যুক্তিসহকারে বর্ণনা করেছেন। বাড়তি পাওনা হিসেবে রয়েছে পাঠকপ্রিয় লেখক ড. মােহাম্মদ আমীনের সরস ও প্রাঞ্জল ভাষা। শুধু সাধারণ পাঠক নয়, ভাষা-গবেষকদের কাছেও এই গ্রন্থটি প্রয়ােজনীয় বলে বিবেচিত হবে।