প্রেমের উপন্যাস ‘ফসলের ডাক’। তবে চাষাড়ে প্রেম। এখানের চাষা আভিধানিক সেই মূর্খ, অশিক্ষিত, অমার্জিত লোক নন। তাদের বোধের দেয়াল তথাকথিত শিক্ষিতের চেয়েও টানটান। এখানে আছে প্রেম আছে দ্রোহ; আছে আন্দোলন আছে তুষ্টি। আছে কৃষক, ছাত্র-জনতা আর রাষ্ট্র একই মহাসড়কে ওঠার তুষ্টি।