পরিত্যক্ত জেনারেটররুমের চাবি চেয়েও পান না ছাত্রনেতা লাবু ভাই। এরপর একরাতে লুট হয়ে যায় এই রুমের মালামাল। কে করে লুটপাট? লাবু ভাই কি? তাহলে পুলিশ কেন তার পরিবর্তে ধরে নিয়ে যায় বাতেন ভাইকে? কে এই বাতেন ভাই? অল্পদিনের ব্যবধানে দুটো লাশ পাওয়া যায় জেনারেটররুমের পাশে। লাশ দুটো কার? আর লাশের পাশে পড়ে থাকা রক্তাক্ত ছুরিটাই বা কার? কেন রাতেরবেলা রুমে থাকতে পারে না আবাসিক হলের কোনাে কর্মচারী? কীসের আতঙ্ক তাড়িয়ে বেড়ায় তাদের? একদিন রহস্যজনকভাবে সড়ক-দুর্ঘটনার শিকার হন লাবু ভাই। এরপর তাকে হাসপাতালে নেওয়া। হলে ডাক্তার তার মানিব্যাগ তুলে দেন ওসি। সাহেবের হাতে। এই মানিব্যাগই খুলে দেয় সমস্ত রহস্যের জট।। কিন্তু কীভাবে…?